দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, এতিম, দরিদ্র, প্রতিবন্ধী এবং অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, লক্ষ্মীপুর।
এ কার্যালয়ে রয়েছে ব্যাপক ও বহুমুখী কর্মসূচী। সমাজসেবা অধিদফতর সাংবিধানিক অঙ্গীকার, দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, জাতীয় দারিদ্র হ্রাসকরণ কৌশলপত্র এবং সরকার অনুসৃত নীতি অনুসরণ পূর্বক মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র হ্রাসকরণ, সামাজিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্বল্প আয়ভুক্ত জনগণের মধ্যে সুদ মুক্ত ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
ইহা ছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামীপরিত্যাক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, হিজড়া ভাতা, হিজড়া ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি, দলিল হরিজন ও বেদে সম্প্রদায়ের ভাতা, দলিত হরিজন ও বেদে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপবৃত্তি ভাতা প্রদান করে থাকে। এছাড়াও রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম, আমিনশীপ, স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ কার্যক্রম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস